তিন দফা বাস্তবায়নের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

তিন দফা বাস্তবায়নের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে পূর্বের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহব্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, তিন দফার দাবিতে আজকে আমরা এই আন্দলনে এসেছি। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আমরা আর কোন প্রস্তাবনা চাই না, আমরা চাই প্রজ্ঞাপন।

মাসুদ মোন্নাফ বলেন, ৫ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা বিশ্বাস করি আপনি যদি চান তাহলে প্রজ্ঞাপন জারি করতে পারেন। আমরা প্রজ্ঞাপন নিয়ে পড়ার টেবিলে যেতে চাই।

মাসুদ মোন্নাফ আরো বলেন, আন্দলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল ধরণের হয়রানি বন্ধ করতে হবে। হামলাকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১৫০০ঘ.)