একসঙ্গে ৩ সন্তানের জন্ম

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সুমি বেগম (২৫) নামের এক প্রসূতি মা একইসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে।

শনিবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে এই তিন সন্তান প্রসব হয়। সুমি বেগম ওই গ্রামের সামাদ মিয়ার মেয়ে এবং গঙ্গানারায়নপুর গ্রামের রাজমিস্ত্রী নূরনবী মিয়ার স্ত্রী।

প্রসূতির স্বজনরা জানান, শনিবার ভোরে সমির প্রসব বেদনা উঠে। এরপর নরমাল ডেলিভারিতে পরপর তিনটি সন্তান ভূমিষ্ট হয়। তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে সন্তানসহ মা সুস্থ রয়েছেন। সিজার না করেই বাড়িতেই নরমাল ডেলিভেরি হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
সুমির স্বামী নূর নবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সন্তান ভূমিষ্ট হওয়ার খবর পেয়েছেন ফোনে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান, ওই প্রসূতির বাড়িতে যাওয়া হয়েছিল। স্থানীয় ব্যক্তি আমিনুল ইসলাম ও আমি তাকে কিছু টাকা দিয়েছি। সুমিকে পুষ্টি ও প্রসূতি ভাতা করে দেয়া হবে বলেও জানান তিনি।

এমআই