এবার ৩ বছরের শিশুকে বন্দি করল ইসরায়েলি সেনারা

এবার ৩ বছরের শিশুকে বন্দি করল ইসরায়েলি সেনারা

৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে বন্দি করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে ইলইয়ান ঘুম থেকে উঠলে তার মা তাকে জামা-কাপড় পড়াচ্ছিলেন। এমন সময় একদল ইসরায়েলি সৈন্য জেরুজালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত তাদের বাড়ি থেকে ইলইয়ানকে আটক করে নিয়ে যায়।

ইসরায়েলি দখলদার বাহিনীর দাবি, সোমবার ইসাইয়া এলাকায় সেনা অভিযান চলাকালে ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে।

এ ঘটনায় অনেক মানবাধিকার ও মানবতাবাদী সংগঠন তাদের এ ঘৃণ্য ও আজব কাণ্ডের কঠোর সমালোচনা করেন। তাদের মতে, ৩ বছরের শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা বড়ই হাস্যকর ও অদ্ভুত! তাকে গ্রেফতারের দৃশ্যধারণ আরও হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে।

এমআই