নিজের মৃত্যুর পরও ৫ জনকে বাঁচার সুযোগ দিল শিশুটি

নিজের মৃত্যুর পরও ৫ জনকে বাঁচার সুযোগ দিল শিশুটি

দশ বছরের শিশু সেলিন সেবেসি নিজের মৃত্যুর পরও পাঁচজনকে বাঁচার সুযোগ করে দিয়েছে।

তুরস্কের বালাকেসির এরডেক জেলার এই ছোট্ট শিশু গত রবিবার ঘুরতে গিয়েছিল একটি বিনোদন কেন্দ্রে। সেখানে দুই ব্যক্তির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একটি গুলি গিয়ে লাগে সেলিনের গায়ে। আর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার মৃত্যুতে শোকাহত গোটা তুরস্ককে অবাক করেছে তার মা-বাবার এক সিদ্ধান্ত। খবর হুরিয়েত ডেইলি নিউজের।

জানা গেছে, সেলিন সেবেসির মৃত্যুর পর তার দেহের বিভিন্ন অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছে তার বাবা-মা। যার মাধ্যমে পাঁচটি শিশু পাবে নতুন জীবন। সেলিনের বাবা-মা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমরা আমাদের কন্যার দেহের বিভিন্ন অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে, আরও কয়েকজন নতুন জীবন লাভ করতে পারে। আর এর মাধ্যমে আমাদের কন্যাও পৃথিবীতে থাকবে। সেলিনের বাবা-মার এমন সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি,লিভার এবং কর্নিয়া সার্জারি করে তুরস্কের বান্দর্মা স্টেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে।

এমজে/