কারাগারে সন্তান জন্ম দিলেন নুসরাত হত্যা মামলার আসামি মনি

কারাগারে সন্তান জন্ম দিলেন নুসরাত হত্যা মামলার আসামি মনি

ফেনী জেলা কারাগারে বন্দী থাকা নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহার মনি কন্যা সন্তানের মা হয়েছেন। তিনি নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত ৬ মাস ধরে কারাগারে বন্দী আছেন।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলম জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বন্দী কামরুন নাহার মনির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত সাড়ে ১২টায় মনি কন্যা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন।

ফেনী জেনারেল হাসপাতালে থাকা মনির মা নুরের নাহার জানান, নুসরাত হত্যা মামলায় মনি যখন গ্রেপ্তার হয় তখন সে পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। আদালতে মনির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডাক্তার আবু তাহেরের নেতৃত্ব গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড ২৪ সেপ্টেম্বর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়ে তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

মা নুরের নাহার আরো জানান, মনি অসুস্থ থাকলেও নবজাতক সুস্থ আছে। অসুস্থ অবস্থায় ডাক্তার তাকে রিলিজ করে দিয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের মুঠোফোনে জানান, কামরুন নাহার মনি ও নবজাতক সুস্থ আছে। কারা কর্তৃপক্ষ চাইলে আজকে তাদের নিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে চলিত সপ্তাহে রায়ের তারিখ ঘোষণা হতে পারে। এ মামলায় কামরুন নাহার মনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মামলার অভিযোগপত্রে মাদ্রাসার সাইক্লোন সেল্টারের ছাদে যে পাঁচ আসামি নুসরাতকে হাত-পা বেঁধে আগুন লাগিয়েছে মনি তাদের একজন।

এমআই