শিশু ধর্ষণের শাস্তি কেন মৃত্যুদণ্ড নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

শিশু ধর্ষণের শাস্তি কেন মৃত্যুদণ্ড নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ রবিবার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন।

রুলে ধর্ষণ প্রতিরোধ ও ভিকটিমকে সহায়তা দিতে কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্ষণের সকল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।