শিশুর মুখে ও জিহ্বায় ঘা হলে যা করবেন

শিশুর মুখে ও জিহ্বায় ঘা হলে যা করবেন

ঢাকা, ২৯ জুন (জাস্ট নিউজ) : নবজাতক ও শিশুদের মুখে এক ধরনের ছত্রাকের (ক্যান্ডিডা এলবিকানস) সংক্রমণে সৃষ্টি হয় মুখ ও জিহ্বায় ঘা বা ওরাল ক্যান্ডিডিয়াসিস। এই রোগকে ওরাল থ্রাশও বলা হয়। তবে শুধু মুখই নয়, গলার ভেতরের পেছনের অংশ ও খাদ্যনালী পর্যন্ত ছড়াতে পারে এই সংক্রমণ।

লক্ষণসমূহ:
ঠোঁট, জিহ্বা, গালের ভেতর ও গলার ভেতরের পেছনের দিকে সাদা আবরণ পড়ে।

সাদা আবরণের নিচের অংশ লাল ও ঘা-যুক্ত হতে পারে।

সাদা আবরণ ঘষে তুলে ফেললে রক্তপাতও হতে পারে।

শিশু মায়ের বুকের দুধ টানা বন্ধ করে দেয়।

মায়েরা বিকল্প খাদ্য হিসেবে সুজি, বার্লি বা গরুর দুধ খাওয়ানোর ফলে শিশু অপুষ্টিতেও ভুগতে পারে।

রোগ নিরুপণ:
সাধারণত সাদা আবরণের উপস্থিতি দেখে খালি চোখেই ওরাল ক্যান্ডিডিয়াসিস নিরুপণ করা যায়।

চিকিৎসা:
ভেজা নরম সুতি কাপড় দিয়ে আক্রান্ত স্থান হালকাভাবে ঘষে পরিষ্কার করতে হবে।

পরিষ্কার করার পর নিস্টাটিন অথবা মাইকোনাজল নামক ছত্রাকবিরোধী ওষুধ ব্যবহার করতে হবে।

ডা. প্রহলাদ কুমার সপ্নীল, শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

 

(জাস্ট নিউজ/এমআই/১৪১৪ঘ.)