সন্দেশ

সন্দেশ

খালেক বিন জয়েনউদদীন

ঈদের খুশি পাই না খুঁজে
শহর গ্রাম বন্দরে,
দৈন্য-দশায় চালের বাজার
হাজার টাকা মণ দরে।

শাক সব্জি ঊর্ধ্ব মূল্য
উধাও চেলা-ভেটকি,
লংকা-পেঁয়াজ ভেংচি কাটে
আকাশ ছোঁয়া রেট কি!

ঈদের খুশি পাই না খুঁজে
ছিন্ন তালির পরণে,
শূন্যি হাড়ি চুলোয় পোড়ে
দুঃখ ব্যথার ক্ষরণে।

কষ্টি-মেঘে খাচ্ছে গিলে
ওই যে চিকন চাঁদটা,
খুদের জাউয়ে উড়ায় ধোঁয়া
লবণ তেতো স্বাদটা।

খুশির দিনে ধোলায় লোটে
গরীব দুখী নিঃস্ব,
খোঁজ রাখে না সর্বহারার
ধূর্ত ধনিক বিশ্ব।