পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলকর্মীর মৃত্যুর অভিযোগ

পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলকর্মীর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মুরাদনগর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মো. রাসেল (৩৫) নামে এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রাসেল চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম অভিযোগ করে বলেন, পুলিশি হয়রানির কারণে বন্দর ও ইপিজেড এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নিজ বাড়িতে থাকতে পারছেন না। গতকাল রাতে রাসেলসহ কয়েকজন কর্মী ইপিজেড থানার মুরাদনগর এলাকার মুরাদ ভবনে রাতে থাকতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেখানেও তাদের ধাওয়া করে।

মো. সেলিম বলেন, পুলিশের ধাওয়া খেয়ে রাসেল পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। বর্তমানে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

এ বিষয়ে নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে বহুতল ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

(জাস্ট নিউজ/এমআই/১৫১০ঘ.)