রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মা ও ৩ শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মা ও ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার, ১২ জানুয়ারি (জাস্ট নিউজ) : রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মা ও-শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে গুনদুম ট্রানজিট ক্যাম্পের একটি তাঁবুতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল চাইলাউ মারমা জানান, আগুনে দগ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুন খাবা (৩০) ও তার তিন শিশু সন্তান— ইমাম শরীফ (৮), দিলশান বিবি (৬) ও আরজুমান বিবির (১) মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নতুন আসা রোহিঙ্গাদের তাঁবুতে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তাঁবুটি পুড়ে যায়। ওই সময় সেখানে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রেড ক্রিসেন্ট ও এমএসএফ পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন একই পরিবারের ৪ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

(জাস্ট নিউজ/একে/২২২৯ঘ.)