রাঙ্গামাটিতে আ'লীগে যোগ দেওয়া ২ জনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে আ'লীগে যোগ দেওয়া ২ জনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আ’লীগে নতুন যোগ দেওয়া দুজনকে ব্রাশফায়ারে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগে যোগ দেয়ায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

সোমবার বিকালের দিকে উপজেলার রাইখালীর কাগিগড়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মংসানু মারমা (৪৫) ও জাহেদ (২৮)। মংসানু মারমা সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে মংসানু আওয়ামী লীগে এবং জাহেদ ছাত্রলীগে যোগ দেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মংসানু ও জাহেদ কাগিগড়পাড়া-ভালুক্যাপাড়া নামক সড়কে বন বিভাগের বিট অফিসের সামনে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মংসানু ও জাহেদ মারা যান।

খবর পেয়ে বিজিবি ও পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পৌঁছেন। কারা বা কী কারণে ঘটনাটি ঘটেছে- তাৎক্ষণিক তা বিস্তারিত জানা যায়নি।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারে বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে।

এমআই