চট্টগ্রামে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিউলি আকতার (৩৫) নামে এক নারী ও তার মেয়ে লামিয়া আকতার (৭) মারা গেছেন। এছাড়াও অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি বসতঘরও।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে রেল লাইন সংলগ্ন হায়দার কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মো. কালু। তিনি পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানার সারেংকাঠি গ্রামের বাসিন্দা। পেশায় রিকশাচালক কালু স্ত্রী ও সন্তান নিয়ে ওই বস্তির ভাড়া বাসায় থাকতেন।

দক্ষিণ-মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম বলেন, রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলেই মা ও সঙ্গে থাকা মেয়ে নিহত হয়। বিকট শব্দে বস্তির লোকজন ঘর থেকে বেড়িয়ে যাওয়ায় আর কোনো হতাহত হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইপিজেড, বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা মাহবুব ও হায়দার নামে দুই মালিকের ৯টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

এমআই