সেনাবাহিনীর টহলে শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত

সেনাবাহিনীর টহলে শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত

রাঙামাটির সাজেকে সেনাবাহিনী টহলের সময় সুমন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট এলাকায় ঘটে। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

স্থানীয় সেনা সূত্র জানায়, শুক্রবার সেবাহিনীর টহল দল নিয়মিত টহলে গেলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে সুমন ঘটনাস্থলে মারা যায়। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুমনের লাশ ও দুটি পিস্তল উদ্ধার করে।

সেনা সূত্র জানায়, সুমন ইউপিডিএফ মুল দলের শীর্ষ সন্ত্রাসী এবং নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামী।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।

এমআই