চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) ভোটগ্রহণ আজ সোমবার সকাল ৯টায় শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে নগরীর জিমনেশিয়াম হল থেকে।সাধারণের আগ্রহের কমতি থাকলেও প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে ভোটের আমেজ বরাবরের মতোই চরমে।

ধানের শীষের প্রার্থী বারবার সুষ্ঠু নির্বাচনের শঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন বলছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা বদ্ধপরিকর। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকেও সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার কথা বলা হয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন ও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য ভোটারদের মন থেকে ভীতি দূর করতে সব ধরনের পদক্ষেপের কথা জানিয়েছেন সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক।

চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে লড়ছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং নৌকার প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।