চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থীকে ভোট কেন্দ্রে ডুকতে বাধা!

চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থীকে ভোট কেন্দ্রে ডুকতে বাধা!

শরীফ হায়দার শিবলু, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের আজ সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টায় সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান এই সময় তিনি যেন ভোট কেন্দ্রে ডুকতে না পারেন এজন্য বাধা সৃষ্টি করেন আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিনের সমর্থকরা।

এব্যাপারে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, আমি কেন্দ্রে ভোট দিতে আসলে আওয়ামী লীগ প্রার্থীর বহিরাগত লোকজনকে লাইনে দাঁড় করিয়ে ভোটাররা যেন ভোট দিতে না পারেন সে জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন এবং আমাকেও ভোট কেন্দ্রে ডুকতে বাধা দিয়ে হাঙ্গামা শুরু করেন।

তিনি আরো বলেন বিভিন্ন যায়গা থেকে অভিযোগ আসছে ভোট কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের হুমকি প্রদর্শনসহ কেন্দ্রে ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন তার জন্য বহিরাগত লোকজন দিয়ে ভোটার লাইন দীর্ঘ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

বিএনপির এই প্রার্থী জাষ্ট নিউজকে বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পূর্ণ হলে জয় আমাদের সুনিশ্চিত।

উল্লেখ্য, জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রামের এই আসনটি শুন্য হয়।