রোহিঙ্গা ক্যাম্পে এলোপাথাড়ি গুলিতে ১৩ জন গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে এলোপাথাড়ি গুলিতে ১৩ জন গুলিবিদ্ধ

শরীফ হায়দার শিবলু: টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে ১৩ জন রোহিঙ্গা শরণার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আহত ৪ রোহিঙ্গা শরণার্থীর অবস্থা আশঙ্কাজনক। আহত রোহিঙ্গাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের শওকত (১৯), মো. হাসান (২৮), জিয়াবুল (১২), সি ব্লকের বশির আহমেদ (৩২), মো. হোসেন (২৩), ফারুক (৮), জুবায়ের (১৮), বি ব্লকের আবুল হোসেন (২২) ও আব্দুল গণি (২৪)। আহত ৯ জনের নাম পাওয়া গেলেও বাকি ৪ জনের নাম পরিচয় এখনো জানাতে পারেনি টেকনাফ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের ২ গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন।