চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান

শরীফ হায়দার শিবলু: চট্টগ্রাম নগরীর বন্দর থানা সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের জায়গাতে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুই একর জায়গা উদ্ধার করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের উচ্ছেদ অভিযান কতৃপক্ষ।

রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে আজ (১১ মার্চ) বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেমিপাকা, টিনশেড ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো কিছু অসাধু চক্র। শুধু ঘর নয়, কেউ কেউ দোকান খুলে তা আবার ভাড়াও দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের (৬,ই নভেম্বর) থেকে চট্টগ্রাম রেলওয়ে এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উদ্ধারে রেলওয়ে কতৃপক্ষের এই অভিযান শুরু হয় যা এখনো অব্যাহত আছে।