রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙ্গামাটি, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তৃণমূলের এক নেতা নিহত হয়েছেন। তার নাম অনল বিকাশ চাকমা প্লুটো (৪২) ওরফে লক্ষী।

শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া নামক পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইউপিডিএফের বন্দুকভাঙ্গা ইউনিয়নের সংগঠক ছিলেন বলে জানা গেছে।

বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা যুগান্তরকে জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জেনেছেন তিনি। নিহত ব্যক্তি ইউপিডিএফের স্থানীয় সংগঠক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে আশেপাশের লোকজন গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানা যায় অনল বিকাশ যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে একদল সন্ত্রাসী অনল বিকাশকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই অনল বিকাশ চাকমা মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক নেতা নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের লাশ উদ্ধারে সকালে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/ওটি/১৫০১ঘ.)