অনিক হত্যার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার কলকাতায়

অনিক হত্যার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার কলকাতায়

চট্টগ্রাম, ২৫ জুন (জাস্ট নিউজ) : চট্টগ্রামে যুবলীগ কর্মী এম আর অনিক খুনের প্রধান আসামি মহিনউদ্দিন তুষারসহ দুইজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গত শুক্রবার কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাদের চট্টগ্রামে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দুইজন হলেন- চট্টগ্রাম নগরের ব্যাটারী গলি এলাকার যুবলীগ কর্মী মহিনউদ্দিন তুষার ও মোহাম্মদ এখলাছুর রহমান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ‘অনিক হত্যার দুই আসামিকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের চট্টগ্রামে আনা হবে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।’

ঈদের পরদিন গত ১৭ জুন রাতে চকবাজার থানার চট্টেশ্বরী পল্টন রোড এলাকায় কথিত যুবলীগ কর্মী মহিন উদ্দিন তুষারের নেতৃত্বে যুবলীগ কর্মী এম আর অনিককে প্রকাশ্য কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় পরদিন মহিনউদ্দিন তুষারসহ ১২ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন অনিকের বাবা মো. নাসির উদ্দিন।

গ্রেফতারের চার-পাঁচদিন আগে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে প্রধান আসামি মহিনউদ্দিন তুষার ও এখলাছুর রহমান।

বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাদেরকে কলকাতা থেকে গ্রেফতার করে এসটিএফ সদস্যরা।

(জাস্ট নিউজ/একে/১৯২৫ঘ.)