শূন্যরেখায় মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে রোহিঙ্গা শিশু আহত

শূন্যরেখায় মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে রোহিঙ্গা শিশু আহত

কক্সবাজার, ২৮ জুন (জাস্ট নিউজ) : কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বাংলাদেশে আশ্রিত এক রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুর নাম মোহাম্মদ আবছার (১৩)। তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ পরিচালিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে শূন্যরেখা ক্যাম্পের জমির উদ্দিনের ছেলে।

কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গা নেতা প্রত্যক্ষদর্শী দিল মোহাম্মদ জানান, মোহাম্মদ আবছার শূন্যরেখার কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় জ্বালানি কাঠ কুড়াচ্ছিল। এ সময় বিজিপি সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুরুতর আহত হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাছান খাঁন বলেন, রোহিঙ্গা শিশুটি সীমান্ত কাঁটাতারের কাছে কাঠ সংগ্রহ করতে গেলে মিয়ানমারের বিজিপি'র সদস্যরা তাকে গুলে করে। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৯১০ঘ.)