চট্টগ্রামে সৈকতে ফের ৩ পর্যটক নিখোঁজ

চট্টগ্রামে সৈকতে ফের ৩ পর্যটক নিখোঁজ

চট্টগ্রাম, ৬ জুলাই (জাস্ট নিউজ) : সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর দুই সপ্তাহ না পেরুতেই আবারো নিখোঁজ হয়েছেন তিন দর্শনার্থী। শুক্রবার বিকাল ৪টার দিকে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে তলিয়ে যান তারা।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন সাইফুল (৩৫) আলাউদ্দিন (৩২) ও শিশু আরিফ (১০)। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের সদস্যরা মিলে দুপুরে দিকে বাঁশবাড়িয়া বিচে বেড়াতে আসেন তারা।

এদিকে নিখোঁজের খবর পেয়ে স্থানীয়রা সাগরে ইঞ্জিন বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে বলে জানান ঘটনাস্থলে থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুম কর্মকর্তারা জানান, বাঁশ বাড়িয়ায় সাগরে ৩ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিতে রওনা হয়েছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসানের নেতৃত্বে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারকি করছে বলে জানা গেছে।

এর আগে গত ২১ জুন একই এলাকায় ঢাকার নারায়নগঞ্জের দুই পর্যটক সাগরে ডুবে যায়। পরদিন সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

স্থানীয়রা জানায়, সাগর উপকূলে শিল্প কারখানা গড়ে তোলার জন্য অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ফলে বিশাল গর্ত সৃষ্টি হয়। সাগরে গোসল করতে নামলে ওই গর্তে তলিয়ে যায় পর্যটকরা। এছাড়া অপরিকল্পিত ভাবে গড়ে উঠা সমুদ্র সৈকতে কোন নিয়মনীতি না থাকায় এই ধরণের দুর্ঘটনা দিনের পর দিন বাড়ছে বলে জানান তারা।

(জাস্ট নিউজ/একে/১৯৫৩ঘ.)