কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজার, ২৪ আগস্ট (জাস্ট নিউজ) : চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে র‌্যাবের ‍গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, শুক্রবার ভোরে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেয়া হচ্ছিল। সংবাদ পেয়ে টেকনাফে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব।

একপর্যায়ে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও গুলি ছুড়লে ওই গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন।

নিহতের পকেটে একটি কাগজ পাওয়া গেছে, তাতে তার নাম আজিজুর রহমান আজাদ বলে জানা গেছে।

র‌্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে ৬৮ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ গাড়ি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৩০৫ঘ.)