রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধিদল

কক্সবাজার, ১২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : কক্সবাজারে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল।

১০ সদস্যের প্রতিনিধিদলটি বুধবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা প্রথমে এনজিও পরিচালিত একটি হাসপাতালে পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কথা শোনেন। ঘন্টাখানেক পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়। সেখান থেকে তারা কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।

প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।

ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা নেয়ার অনুরোধ করেন।

(জাস্ট নিউজ/এমআই/১৩০৬ঘ.)