পুঁজিবাজারে বড় ধস

পুঁজিবাজারে বড় ধস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বড় ধরনের ধস নেমেছে দেশের পুঁজিবাজারে; সাড়ে চার বছরে সর্বোচ্চ দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সপ্তাহের প্রথম দিন রবিবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৫ দশমিক ৯০ পয়েন্ট ডিএসইএক্স সূচক চালুর পর ওই বছরেরই ২১ জুলাই এর আগের সর্বোচ্চ দরপতন হয়।

সেদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৪ হাজার ৯০ পয়েন্টে ঠেকেছিল।

(জাস্ট নিউজ/ওটি/১৫২২ঘ.)