পেঁয়াজ নিয়ে আগাম মূল্যায়নে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ: কৃষিমন্ত্রী

পেঁয়াজ নিয়ে আগাম মূল্যায়নে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ: কৃষিমন্ত্রী

পেঁয়াজ নিয়ে আগাম মূল্যায়নে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শুক্রবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে দেশের ইতিহাসের প্রথম কৃষকের বাজার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, কৃষকের বাজারে শুধু কৃষকরাই সরাসরি পণ্য বাজারজাত করতে পারবেন। যেখানে শতভাগ নিরাপদ সবজি বাজারজাত করা হবে।

ড. আবদুর রাজ্জাক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হলে এতো সমস্যা হতো না। কৃষিমন্ত্রী আরও বলেন, অন্য যেকোনো সময়ের থেকে বর্তমান সরকারের আমলে কৃষকের প্রবৃদ্ধি অনেক বেশি।