সিপিডি আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে: অর্থমন্ত্রী

সিপিডি আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এটা তাদের ব্যবসা এবং সহজ ব্যবসা। আমাদের তথ্য–উপাত্ত ব্যবহার করেই তারা অনেক অনুষ্ঠান (প্রোগ্রাম) করে।’

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনাবিষয়ক অনলাইন বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বের করার দরকার নেই। এ দেশের খাল-বিল, নদী-নালা, গ্রামীণ অবস্থা-এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের কী অবস্থা। অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি বলে বেড়ায়। আর আমরা যা বলি, তা প্রমাণ করার চেষ্টা করি। যখন যা বলেছি, সব সঠিক হয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, সিপিডি কিসের ভিত্তিতে কথা বলে? নিজেই আবার জবাব দেন, আন্দাজের ভিত্তিতে কথা বলে। উন্নয়নচিত্রের উদাহরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, তারা (সিপিডি) এ দেশের রাস্তাঘাট দেখে না।

বিবিএস তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করে, আর সিপিডি করে আন্দাজে, কথাটি কি যথার্থ হলো-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যথার্থই। তবে সিপিডি সিপিডির কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের হিসাব যে সঠিক, সারা বিশ্বই তা বিশ্বাস করছে।’

বিদায়ী অর্থবছরের জিডিপির সাময়িক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে সরকার বললেও গতকাল রবিবার সিপিডি বলেছে, জিডিপির প্রবৃদ্ধির হারের সংখ্যাটি এখন রাজনৈতিক সংখ্যা হয়ে গেছে।