পেঁয়াজের দামের আগুন ছড়িয়েছে চালের বাজারেও

পেঁয়াজের দামের আগুন ছড়িয়েছে চালের বাজারেও

পেঁয়াজের ঝাঁজ না কমতেই, এবার ভূতের আছর পড়েছে চালের বাজারে। খুচরা, পাইকারি কিংবা আড়ৎ, গত কয়েকদিন ধরে সবখানে অব্যাহত দাম বাড়ার প্রবণতা। সপ্তাহ ব্যবধানে মানভেদে কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে এ নিত্যপণ্যের দাম।

প্রতিবছরই আমন ধানের উৎপাদনের আগের এই সময় অর্থাৎ সেপ্টেম্বর- অক্টোবর মাসে ধানের দাম বাড়ে। ধানের দামের অযুহাতে চালেরও দাম বাড়ায় মিলকালিকরা।

যার প্রভাব স্পষ্ট রাজধানীর চালের বাজারেও। গত সপ্তাহ ধরে বাড়ছে প্রায় সবধরনের চালের দাম। মোহাম্মদপুর চালের আড়তের তুলনায় দুই থেকে তিন টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। বিক্রেতারা বলছেন, চালের দাম বাড়াতে খুচরা বাজারের ভুমিকা নাই। কারসাজি করছে মিলমালিকরা।

আর আড়তদাররা বলছেন, মিলমালিকরা প্রয়োজন অনুযায়ী চাল সরবারহ করছে না। তাই বাড়তি দামে চাল বিক্রি করছেন তারা। সরকারের বাজার তদারকির মাধ্যমে চলের দাম নিয়ন্ত্রনে আনারও দাবি তাদের।

টিসিবির হিসাবে, এক বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। আর সরু চাল বেড়েছে ৮ দশমিক সাত চার শতাংশ।