ভোজ্যতেলের দাম কমার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম কমার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, আমাদের দেশে শতকরা ৯৫ ভাগ ভোজ্যতেল আমদানি করা হয়। এ কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশে তেলের দাম কমার কোনো সুযোগ নেই। বর্তমানে ভোজ্যতেল সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। তাই ভোজ্যতেল ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির সক্ষমতা বাড়ানো হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। তাই দেশেও নির্মাণসামগ্রীর দাম কমার সুযোগ কম। এছাড়া রডের দাম বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোগত উন্নয়নে ধীরগতি আসতে পারে।

টিপু মুনশি আরও বলেন, করোনা মহামারিতে দেশে আমদানি-রপ্তানি খাতে ৪৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ৪৬ বিলিয়ন ডলার অর্জন করতে পেরেছি যা লক্ষ্যমাত্রার শতকরা ৯৬ ভাগ। গত বছর থেকে গার্মেন্টস সেক্টরে শতকরা ১২ ভাগ উন্নয়ন হয়েছে।