আগামী সপ্তাহে ব্যাংক বন্ধ দুই দিন

আগামী সপ্তাহে ব্যাংক বন্ধ দুই দিন

করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এই তথ্য জানা গেছে।

সার্কুলারে জানানো হয়, আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ এবং ৫ আগস্ট ব্যাংকিং লেনদেন সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।

লেনদেন পরবর্তীতে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৪ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

চলতি মাসের ১৩ জুলাই জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৯ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তীত থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।