যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

ঢাকা, ৭ জুন (জাস্ট নিউজ) : বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়ও দাম বাড়ছে এনার্জি ড্রিংক, প্রসাধন সামগ্রী, সানস্ক্রিন, সানগ্লাস, আফটার শেভ লোশন, সিরামিক বাথটাব, ফিলামেন ল্যাম্প, পলিথিন, ১ হাজার থেকে ১৬০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, লিপস্টিকের।

অপরদিকে কমছে কৃষিজমির রেজিস্ট্রেশন ফি, রড, সিমেন্ট, হাইব্রিড মোটরকার, ক্যানসারের ওষুধ, টায়ার-টিউব তৈরির কাচামাল, কম্পিউটারের যন্ত্রাংশের।

বৃস্পতিবার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটের নাম দেয়া হয়েছে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’।

(জাস্ট নিউজ/এমআই/১৫৪৫ঘ.)