চলে গেলেন অন্নপূর্ণা দেবী

চলে গেলেন অন্নপূর্ণা দেবী

ঢাকা, ১৩ অক্টোবর (জাস্ট নিউজ) : ক্লাসিক্যাল হিন্দুস্থানি সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব অন্নপূর্ণা দেবী মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত ৩.৫১ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯২৭ সালের ২৩ এপ্রিল মধ্য প্রদেশের মাইহারে জন্ম গ্রহণ করেন স্বনামধন্য সুরবাহার শিল্পী এবং উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু অন্নপূর্ণা দেবী। তার আসল নাম রওশন আরা বেগম। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পণ্ডিত রবি শঙ্করের প্রাক্তন স্ত্রী। ১৯৭৭ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ দেয়া হয়।

(জাস্ট নিউজে/ডেস্ক/এমজে/১২২০ঘ.)