ফেসবুকে ‘রিমেম্বারিং’ আইয়ুব বাচ্চু

ফেসবুকে ‘রিমেম্বারিং’ আইয়ুব বাচ্চু

ঢাকা, ১৮ অক্টোবর (জাস্ট নিউজ) : সঙ্গিতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তার ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। এরপর তার আইডি ‘রিমেম্বারিং’ করা হয়েছে।

কোনো ব্যক্তি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর তার ফেসবুক বন্ধুদের আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর কোনো আইডি রিমেম্বারিং করে ফেসবুক।

সাধারণত ফেসবুকে সরব, সোশ্যাল মিডিয়ায় পরিচিত কোনো ব্যক্তি কিংবা সংবাদের শিরোনাম হয়ে কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করে ফেসবুক।

কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হলে নতুন করে কেউ লগইন করতে পারেন না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না, ফলো বা মেসেজও করতে পারেন না। একইসঙ্গে সেই অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার কোনো সুযোগ থাকে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়।

তবে আগে থেকে যারা সেই আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার থাকেন, তারা আইডির আগের সব তথ্য এবং ছবি দেখতে পারবেন। অন্যরা পাবলিক করা তথ্য ও ছবিগুলো দেখতে পারবেন।

(জাস্ট নিউজ/এমজে/২৩৫০ঘ.)