ফেব্রুয়ারিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

ফেব্রুয়ারিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

ঢাকা, ২৪ অক্টোবর (জাস্ট নিউজ) : গত ছয় বছর ধরে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করে আসছে বেঙ্গল ফাউন্ডেশন। নভেম্বর মাসের শেষের দিকে এই উৎসব শুরু হয়। তবে এবার নভেম্বর মাসে নয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘২২-২৬ নভেম্বর উৎসবটি করার প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছি। উৎসবটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে করতে চাইছি।’

৭-১১ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী সপ্তম বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব অনুষ্ঠিত হবে। এজন্য এখন ভেন্যু খুঁজছেন বলেও জানান তিনি।

২০১২ সাল থেকে নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজিত হয়ে আসছিল বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। গত বছর ভেন্যু জটিলতায় উৎসবটি ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়। এদিকে এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হচ্ছে ঢাকা লিট ফেস্ট। আগামী ৮-১০ নভেম্বর বাংলা একাডেমিতে বসবে লিট ফেস্টের অষ্টম আসর। এতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে চলতি বছর ঢাকার আর্মি স্টেডিয়ামে বসবে চতুর্থ ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। ২০১৫ সালে অনুষ্ঠিত হয় এ উৎসবের প্রথম আসর।

(জাস্ট নিউজ/এমজে/১৬৫৫ঘ.)