‘শেষের কবিতা’র লাবণ্য হচ্ছেন পরীমনি

‘শেষের কবিতা’র লাবণ্য হচ্ছেন পরীমনি

ঢাকা, ২৫ অক্টোবর (জাস্ট নিউজ) : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ এবার আসছে ওয়েব সিরিজে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

বুধবার রাতে সোনারগাঁও হোটেলে নিজের জন্মদিনের পার্টিতে এ খবর জানান পরীমনি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতোদিন অপেক্ষা করছিলাম।

পরীমনি বলেন, ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসেনা। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন হিমেল আশরাফ।

হিমেল আশরাফ বলেন, ‘শেষের কবিতা’ যখন নির্মাণের পরিকল্পনা করি তখন প্রথমেই মাথায় আসে লাবণ্য চরিত্রটি করবেন কে! তখনই মনে হলো বাংলাদেশ থেকে লাবণ্য চরিত্রের জন্য পরীমনিই যোগ্য। তবে অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো অভিনেতা।

একাধিক দর্শকপ্রিয় নাটক বানিয়েছেন হিমেল আশরাফ। গতবছর ‘সুলতানা বিবিয়ানা’ ছবি নির্মাণ করে আলোচনায় আসা এই পরিচালক মনে করেন, ‘স্বপ্নজাল’ ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে পরীমনি যেমন ভূয়সী প্রশংসা পেয়েছেন, তেমনি ‘শেষের কবিতা’য় লাবণ্য চরিত্রে অভিনয় করে একইভাবে প্রশংসা পাবেন৷

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলাপ করে জানা যায়, ‘শেষের কবিতা’র নাট্যরূপ দিচ্ছেন মুহতাবা বৃত্তা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘শেষের কবিতা’র শুটিং। শেষ অংশের শুটিং হবে কলকাতায়।

ওয়েব সিরিজে ৮ পর্বে নির্মিত হবে ‘শেষের কবিতা’। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। ২০১৯ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ হবে।

(জাস্ট নিউজ/এমজে/১৩১০ঘ.)