‘মি টু’ ক্যাম্পেইন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ বলিউড

‘মি টু’ ক্যাম্পেইন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ বলিউড

ঢাকা, ২৭ অক্টোবর (জাস্ট নিউজ) : অভিযোগকারিণী বিনতা নন্দা যাতে তার বিরুদ্ধে মুখ না খোলেন বা কোথাও সাক্ষাৎকার না দেন, সেই আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যৌন হেনস্থায় অভিুযুক্ত অভিনেতা অলোক নাথ। মুম্বইয়ের দিনদোশী দায়রা আদালত সেই আবেদন নিয়ে রায় স্থগিত রেখেছে।

লেখক-প্রযোজক বিনতা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পরে এ মাসের গোড়ায় মানহানির মামলা করেন অলোক। বিনতার কাছে লিখিত ক্ষমাপ্রার্থনার সঙ্গে এক টাকা ক্ষতিপূরণও দাবি করেন তিনি। এর মধ্যে আবার বলিউডের সাত জন প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ইন্ডাস্ট্রির দুরবস্থা নিয়ে আলোচনার জন্য।

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইন্ডাস্ট্রির হাল জানিয়ে গেলেন আমির খান, রাজকুমার হিরানি-সহ সাত সদস্যের বলিউড বাহিনী। সেখানে যৌন হেনস্তা বিষয়েও আলোচনা হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ভাবে তাদের কথা হয় ভারত জুড়ে কম প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে।

কিন্তু ওই প্রতিনিধিদলে কোনও মহিলা না থাকায় আপত্তি উঠেছে বলিউডের অন্দরেই।

(জাস্ট নিউজ/এমজে/১২২৫ঘ.)