মঞ্চে আসছে ‘রহু চন্ডালের হাড়’

মঞ্চে আসছে ‘রহু চন্ডালের হাড়’

ঢাকা, ৭ নভেম্বর (জাস্ট নিউজ) : নাট্যনির্দেশক হিসেবে খ্যাতি অর্জন করেছেন রেজা আরিফ। শহিদুল জহিরের ‘সে রাতে পূর্ণিমা ছিল’ মঞ্চে নির্দেশনা দিয়ে প্রশংসিত হয়েছেন। এছাড়া ‘কারবালার জারি’, ‘দ্য অ্যালকেমিস্ট’ নির্দেশনার মাধ্যমে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছেন রেজা আরিফ।

রেজা আরিফ এবার নির্দেশনা দিচ্ছেন নতুন নাটক অভিজিৎ সেনের বিখ্যাত উপন্যাস ‘রহু চন্ডালের হাড়’। নাটকটি এবার মঞ্চে নিয়ে আসছে আরশিনগর। অভিজিৎ সেনের মূল উপন্যাস থেকে এর নাট্যরূপও দিয়েছেন তিনি।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির কারিগরী ও উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাট্যনির্দেশক রেজা আরিফ বলেন, যাযাবর বাজিকরদের জীবনের প্রবহমান বাস্তবতা উঠে এসেছে নাটকটির গতিময় উপস্থাপনায়। সঙ্গীতের অপূর্ব ব্যবহার আর কুশলীদের শৈল্পিক উপস্থাপনায় আরশিনগর নতুনরূপে আবির্ভূত হবে।

নাটকটিতে অভিনয় করবেন- সোহেল, ডেইজি, ইভান, পুতুল, জিসা, আতিক, বৈজয়ন্তি, নিশা, শ্যামা, আবির, শুভ, হৃদয়, রূপা, মৃন্ময়ী, রিগ্যান, লোভা, তুলতুন প্রমুখ।

নাটকটির আলোক পরিকল্পনা করছেন- শাহীন রহমান, মঞ্চ পরিকল্পনা করছেন- আলী আহমেদ মুকুল, পোশাক পরিকল্পনা করছেন- নুসরাত জিসা ও জিনাত নিশা।

(জাস্ট নিউজ/এমজে/১৭০০ঘ.)