মনোনয়ন পাননি যেসব তারকারা

মনোনয়ন পাননি যেসব তারকারা

ঢাকা, ২৫ নভেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দল ২৩০ জনের মনোনয়ন চূড়ান্ত করলেও এখন পর্যন্ত চিঠি পেয়েছেন দুশো জনের কিছু বেশি।

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

এরইমধ্যে নির্বাচনের টিকিট পেয়েছেন বেশ কয়েকজন তারকা। এরমধ্যে প্রথমবার নির্বাচনের সুযোগ পেয়েছেন চিত্রনায়ক ফারুক (ঢাকা-১৭), পুনরায় মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-৩) ও মমতাজ বেগম (মানিকগঞ্জ-২)।

এদিকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বঞ্চিত হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী (ঢাকা-১৭), রোকেয়া প্রাচী (ফেনী-৩), তারিন জাহান (ঢাকা-১০), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), ডিপজল (ঢাকা-১৪), শমী কায়সার (ফেনী-৩), জ্যোতিকা জ্যোতি (ময়মনসিংহ-৩)।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পাননি ১৯ জন সংসদ সদস্য। এসব আসনে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারছেন না, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সাদেক খান। এছাড়া, গাজীপুর-৩ আসনে দলের প্রার্থী হচ্ছেন ইকবাল হোসেন সবুজ, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু আর শরীয়তপুর-২ এ এনামুল হক শামীম।

এছাড়া টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির বদলে তাঁর স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-৩ আসনে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল আজিজ, শেখ হেলালের ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২, এস এম শাহজাদা পটুয়াখালী-৩, আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন জামালপুর-৫ এবং জাফর আলম কক্সবাজার-১ আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেলেন।

বাদ পড়াদের তালিকায় আরও আছেন, ক্রীড়া উপমন্ত্রী নেত্রকোণা-২ এর সংসদ সদস্য আরিফ খান জয়। সেখানে প্রার্থী হচ্ছেন, আশরাফ আলী খান এবং ময়মনসিংহ-১১ থেকে কাজিম উদ্দিন আহমদ।

প্রথমবারের মতো এবার নওগাঁ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন নিজাম উদ্দিন জলিল। এ আসনে সংসদ সদস্য ছিলেন আব্দুল মালেক। পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ, মাগুরা-১ এ সাইফুজ্জামান শিখর, নেত্রকোণা-৩ আসনে অসীম কুমার উকিল, কিশোরগঞ্জ-২ এ সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ আর টাঙ্গাইল-৩ আসনে বর্তমান সংসদ সদস্য হত্যা মামলার আসামী আমানুর রহমান খান রানার বাবা আতাউর রহমান খান মনোনয়ন পেয়েছেন।

এছাড়া বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২৩৩৩ঘ.)