আইয়ুব বাচ্চুকে নিয়ে চার গান

আইয়ুব বাচ্চুকে নিয়ে চার গান

ঢাকা, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৪০ দিন পার হবে ২৯ নভেম্বর। এদিন সন্ধ্যায় তার স্মরণে মগবাজারের সেলিব্রেশন পয়েন্টে দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ানস ঢাকা ক্লাব, এলআরবি ও বাচ্চুর বন্ধুমহল। এদিকে আইয়ুব বাচ্চুর স্মরণে তৈরি হয়েছে চারটি নতুন গান।

মেনে নেয়া যায় না
কথা ও সুর করেছেন তিতাস কাজী। তিনি আইয়ুব বাচ্চুর কাছের বন্ধু। সংগীতায়োজনে মীর মাসুম। গানটির দুটি ভার্সন। একটি গেয়েছেন ফাহমিদা নবী, অন্যটি প্রিন্স মাহফুজ। ২৪ নভেম্বর সন্ধ্যায় প্রিন্স মাহফুজের গাওয়া গানটির ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমানসহ বাচ্চুর কাছের মানুষদের অনেকেই। ফাহমিদা নবী দেশের বাইরে থাকায় তাঁর ভার্সনটি প্রকাশ করা হবে পরে। প্রযোজনায় ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি প্রডাকশন।

এমন তো কথা ছিল না
‘এমন তো কথা ছিল না, তুমি চলে যাবে এভাবে, ছিঁড়ে ফেলে সব মায়ার বাঁধন’—বাচ্চুকে নিয়ে আসিফ আকবরের গাওয়া গানের লাইন এটি। কথা, সুর ও সংগীতায়োজনে তরুণ মুন্সী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে শিগগিরই গানটি প্রকাশ পাবে। তরুণ মুন্সী বলেন, ‘ধ্রুব মিউজিক স্টেশন, আসিফ ভাই ও আমি—সবাই আলোচনা করেই গানটি করেছি। মূল উদ্দেশ্য আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো। অন্য যেকোনো গানের চেয়ে এটির পরিকল্পনা ভিন্ন। প্রকাশের পরই সবাই সেটা বুঝতে পারবেন।’

গিটার যাদুকর
‘গিটার মানে তুমি, আর তুমি মানেই গিটার/তোমায় ছাড়া তারুণ্য আর উন্মাদনার মূল্য বলো কি তার/প্রতিটি মনের গল্প বলেছ বেঁধেছ কত যে গানে/ও গিটার যাদুকর মহাকাল ধরে এগুবে সময় তোমার সুরের টানে’-বাচ্চুকে নিয়ে শফিক তুহিনের গাওয়া গানের শুরুর কিছু কথা এগুলো। কথা, সুর তাঁরই। ভিডিও নির্মাণ করবেন ইয়াসিন আলী। ডিসেম্বরের শুরুতে প্রকাশ করা হবে ভিডিওটি। তুহিন বলেন, ‘আমার সংগীত ক্যারিয়ারে তাঁর অনেক ভূমিকা। প্রজন্ম থেকে প্রজন্ম আইয়ুব বাচ্চুর গানকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে। তাঁকে নিয়ে ভাবতে গিয়ে ভেতর থেকেই গানটি চলে এসেছে।’

সবার প্রিয় এবি
নবীন গায়ক মোহাম্মদ মামুনুল ইসলাম গেয়েছেন ‘সবার প্রিয় এবি’। ‘তুমি আছ, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালি গিটার ফেলে, অসময়ে কাদায় ছবি’-লিখেছেন আশিক বন্ধু। সুর ও সংগীতায়োজনে সজীব দাস। দু-এক দিনের মধ্যে সিডি প্লাসের ব্যানারে গানটির ভিডিও প্রকাশ করা হবে।

সজীব দাস বলেন, ‘বাংলা সংগীতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা সবারই জানা। তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকেই গানটি করেছি।’

(জাস্ট নিউজ/এমআই/০৮৫৫ঘ.)