ভোট চান ঐশী

ভোট চান ঐশী

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : চীনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঐশী। এখন চলছে প্রতিযোগিতার ‘হেড টু হেড’ রাউন্ড। ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর জানা যাবে এই রাউন্ডের সেরাদের নাম।

এক ভিডিও বার্তায় সবাইকে ভোট দেয়ার জন্য আহ্বান করেছেন ঐশী। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাবজয়ী ঐশী বলেন, ‘আপনারা যারা লাইক কমেন্ট করে আমার পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই। এই সময় আমার অনেক ভোট দরকার। ‘হেড টু হেড’ চ্যালেঞ্জে চারটি পদ্ধতিতে আমাকে ভোট করতে পারেন। আপনারা ভোট দিয়ে আমার পাশে থাকুন, বাংলাদেশের পাশে থাকুন।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘হেড টু হেড’ চ্যালেঞ্জ বিভাগে উত্তীর্ণ প্রতিযোগীরা সুযোগ পেয়ে যাবেন সেরা ত্রিশে যাওয়ার।

চীনের সানাইয়া শহরে আগামী ৮ ডিসেম্বর বসবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আসর। সেদিন জানা যাবে, এবার আসরে কে হচ্ছেন বিশ্ব সুন্দরী? প্রতিযোগিতার এবারের আসরে ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের ঐশী।

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ১০ নভেম্বর চীনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন তিনি।

(জাস্ট নিউজ/এমজে/১২০০ঘ.)