১০ হাজার প্রেক্ষাগৃহে রজনীকান্তের ‘২.০ ’

১০ হাজার প্রেক্ষাগৃহে রজনীকান্তের ‘২.০ ’

ঢাকা, ৩০ নভেম্বর (জাস্ট নিউজ) : রজনীকান্ত মানেই যেন অন্যরকম চমক। এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হলেন ভারতের সুপারস্টার রজনীকান্ত।

গতকাল বৃহস্পতিবার মুক্তি পেল রজনীকান্ত-অক্ষয় অভিনীত চলচ্চিত্র ‘২.০’।

ভারতসহ বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি। ইতোমধ্যে পাঁচটি ভাষায় ডাবিং করা হয়েছে ‘২.০ ’। ছবিটির টেলিভিশন, ইন্টারনেট, ডিজিটাল এবং হোম ভিডিও স্বত্ব আগেই বিক্রি করে দেয়া হয়েছে।

এ অবস্থায় মুক্তির পরই কোনও ওয়েবসাইটে যাতে ছবিটির অবৈধ সংস্করণ পাওয়া না যায়, সে ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। ছবিটিতে খল চরিত্র ডক্টর রিচার্ডের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার।

রজনীকান্তের আগের ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘২.০’ ছবিটি৷ এখানে খল চরিত্র ডক্টর রিচার্ডকে রুখে দেবে রজনীকান্ত। এ দুই তারকা ছাড়াও এস শংকর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন।

ছবিটিকে বলা হচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। এই সিনেমাটি নির্মাণে দুই বছর ধরে প্রায় তিন হাজার কলাকুশলী কাজ করেছেন। এর বাজেট ৫৪০ কোটি রুপি। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট।

(জাস্ট নিউজ/এমজে/১৪৪৫ঘ.)