ভালোবাসা দিবসের নাটকে তাহসান-তিশা

ভালোবাসা দিবসের নাটকে তাহসান-তিশা

ঢাকা, ৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : নতুন বছর ভক্তদের সুখবর দিয়েই শুরু করলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। মুস্তাফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে তার। অন্যদিকে কয়েক বছর বিরতির পর আবার শুরু হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভারও তার কাঁধে।

সবমিলিয়ে বেশ খোশমেজাজেই রয়েছেন এ তারকা। নতুন খবর হচ্ছে, অনেকদিন ধরে নাটক থেকে দূরে থাকলেও সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন তাহসান। নাটকের নাম ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’। নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। এতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

সমাজের মধ্যবিত্ত মানুষের গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘নাটক থেকে বেশকিছু দিন দূরে ছিলাম। আবার শুরু করলাম। বেশ টাচ্ি একটি গল্প। মধ্যবিত্ত পরিবারে সবাই এমন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করেন। দেখলে মনে হবে এটি যেন আমাদের সবার গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

তিশা বলেন, ‘এর আগেও তাহসান ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ভালোবাসা দিবস উপলক্ষেও একটি নাটকে অভিনয় করলাম। সাগর জাহান ভাই একজন ভালো নির্মাতা। এ নাটকটিও তার ভালো কাজের একটি হবে।’

নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।


(জাস্ট নিউজ/জেআর/৯৫০ঘ.)