আজ মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’

আজ মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’

ঢাকা, ১৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘তুই শুধু আমার’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। ওপার বাংলার জয়দীপ মুখার্জীর সঙ্গে বাংলাদেশের নির্মাতা অনন্য মামুনও এ ছবির পরিচালক ছিলেন।

অনন্য মামুন জানান, চলতি সপ্তাহে ‘তুই শুধু আমার’ সেন্সর পেয়েছে। মুক্তিতে কোনো বাধা নেই। তিনি বলেন, গত অক্টোবর মাসে কলকাতার মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’। সেখানকার টেলিভিশন চ্যানেল কালার্স বাংলার সঙ্গে চুক্তি রয়েছে। মুক্তির তিন মাসের মধ্যে টেলিভিশন প্রিমিয়ার হবে। বাংলাদেশে ওই টিভি চ্যানেল দর্শকরা দেখেন।

”সেখানে প্রিমিয়ার হলে দর্শক ছবিটি নাও দেখতে পারেন। সেজন্য আগেই মুক্তি দিতে হচ্ছে। সামনে জাতীয় নির্বাচন। এরপর কখন কী হয় বলা যায় না। সেজন্য আগামীকাল (শুক্রবার) মুক্তি দিচ্ছি। বড় বাজেট, তারকাবহুল ছবি হিসেবে দর্শক ‘তুই শুধু আমার’ ভাবে গ্রহণ করবে।”

মুক্তির সময় বাংলাদেশে এ ছবি পরিবেশনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ঢাকার মধুমিতা, সনি, বিজিবি, সৈনিক ক্লাব, গীতসহ দেশের ১৭ সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ‘তুই শুধু আমার’।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, হল সংখ্যা আজকের মধ্যে হয়তো দু-চারটে বাড়তে পারে। হল সংখ্যা তুলনামূলক কম হলেও সমস্যা নেই। মুক্তির পর বাড়বে।

এর আগে বাংলাদেশে ‘তুই শুধু আমার’ ঈদে মুক্তির মিছিলে নাম এলেও শেষ পর্যন্ত সেন্সর প্রিভিউ কমিটির আপত্তিতে আটকে গিয়েছিল। সব বাধা কাটিয়ে শুক্রবার মুক্তি পাচ্ছে কলকাতার দুই নায়ক সোহম ও ওম, বাংলাদেশের মাহিয়া মাহি, আমান রেজা অভিনীত ছবিটি।

২০১৭ সালের ৩ জুনে লন্ডনে ‘তুই শুধু আমার’ ছবির শুটিং শুরু হয়। এরপর বাকি অংশের কাজ হয় কলকাতায়। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা প্রমুখ।

(জাস্ট নিউজ/এমজে/১০৪৫ঘ.)