টিভিতে বিজয় দিবস

টিভিতে বিজয় দিবস

ঢাকা, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেগুলো থেকে বাছাইকৃত কিছু অনুষ্ঠান নিয়ে আমাদের আয়োজন। চলুন জেনে নেওয়া যাক...

এটিএন বাংলা: সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রয়েছে হানিফ সংকেত পরিচালিত অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। ফাগুন অডিও ভিশন প্রযোজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী তারিন। রাত ৮টায় রয়েছে রম্য অনুষ্ঠান ‘নিটল আতাশি রাজার অতিথি’। পরিচালনায় সাইফুল জামিল। ৯টায় প্রচার হবে নাটক ‘অপেক্ষা’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার প্রমুখ।

চ্যানেল আই: রাত ৮টায় প্রচার হবে নাটক ‘হারানো বাড়ি’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয়ে মামুনুর রশীদ, রিয়াজ, মেহজাবিন প্রমুখ।

এনটিভি: দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘পিয়ানো’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে তারিক আনাম খান, তারিন, বিথী রানী সরকার প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বাবা আসবেন’। আনিসুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। অভিনয়ে মেহজাবিন, অরুণা বিশ্বাস, এটিএম রাসেল, ফখরুল বাশার মাসুম, এলিনা শাম্মী, জয়ী প্রমুখ।

বাংলাভিশন: রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিসর্জন’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনিরা মিঠু, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, শ্যামল মাওলা, সুজাত শিমুল প্রমুখ। রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘একটি বাংলাদেশ’। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় এতে গান পরিবেশন করবেন বাদশা বুলবুল ও নন্দিতা।

বৈশাখী টিভি: রাত ৮টায় দেখানো হবে ‘প্রিয় শিল্পীর সেরা গান’। এতে গান পরিবেশন করেছেন আপেল মাহমুদ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আজম খান, আলম আরা মিনু ও মাহমুদুজ্জামান বাবু। প্রযোজনায় রবিউল ইসলাম সুজন।

জিটিভি: সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ক্র্যাক প্ল্যাটুন’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ওমর আয়াজ অনি, সুমন আনোয়ার, তিনু করিম, সুজাত শিমুল প্রমুখ।

দীপ্ত টিভি: সকাল ৭টায় সরাসরি দেখানো হবে সংগীতানুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’-এর বিশেষ পর্ব। এতে গান পরিবেশন করবেন তিমির নন্দী। সাইফুর রহমান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নিপা। বেলা সাড়ে ১১টায় রয়েছে প্রামাণ্যচিত্র ‘পাহাড়ে মুক্তিযুদ্ধ’। এটি গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ব্রাত্য আমিন।

এশিয়ান টিভি: রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক ‘জীবন যুদ্ধ’। সৈয়দ ইকবালের রচনায় এটি পরিচালনা করেছেন এসআর মজুমদার। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, জোভান আহমেদ, নুসরাত জান্নাত রুহী প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/০৯০০ঘ.)