পাকিস্তানিদের জন্য বলিউডের দরজা বন্ধ

পাকিস্তানিদের জন্য বলিউডের দরজা বন্ধ

ভারত-পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৯ জনেরও বেশি ভারতীয় সেনার মৃত্যু হওয়ায় এই উত্তেজনা শুরু হয়। এই উত্তেজনার রেশ চলছে বিরাজ করছে দেশটির প্রতিটি অঙ্গনেই। ফলে সন্ত্রাসী এই হামলার হামলার সূত্র ধরে পাকিস্তানের অভিনয় শিল্পীদের জন্য বন্ধ হচ্ছে বলিউডের দরজা। উঠছে প্রবিবেশী দেশের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে দেয়ার দাবি।

এ ব্যাপারে অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন সোমবার ঘোষণা করেছে, বলিউডের কোন প্রজেক্টের সাথে কোন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীকে যুক্ত করা যাবে ন৷ তাদের সাথে কাজ করা যাবে না। নির্দেশ অমান্য করে যদিও কোন সংগঠন পাকিস্তানি শিল্পীদের কাজ দেয় তাহলে সেই সংগঠনকে ব্যান করবে সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন৷ কারণ সবার কাছে দেশ আগে।

সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোনক সুরেশ জৈন পুলওয়ামার হামলার নিন্দা করেন। জানান, তারা নিহতদের পরিবারের পাশে আছেন। সন্ত্রাস ও অমানবিকতার আবহে সিনে ওয়াকার্স দেশের পাশে আছে।

এমজে/