‘মহাকাশে যেকোনো সময় ভারতকে চমকে দিতে পারে পাকিস্তান’

‘মহাকাশে যেকোনো সময় ভারতকে চমকে দিতে পারে পাকিস্তান’

পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক বলেছেন, তার দেশ যেকোনো সময় মহাকাশে ভারতকে চমকে দিতে পারে।

ভারতীয় রাম সুবরামানিয়ার সঙ্গে কথার লড়াইয়ে গিয়ে টুইটারে তিনি বলেন, কেউ কেউ এ গ্রহটিকে ধ্বংস করে দিচ্ছে। এর পর তারা মহাকাশে অনুসন্ধানে যাচ্ছেন। কিন্তু বাকিরা এ ধরাকে বসবাস উপযোগী গড়ে তুলতে লড়াই করছেন।-খবর নিউজ ইন্টারন্যাশনালের

তিনি বলেন, বিশ্বটাকে আমরা শান্তিপূর্ণ ও সুন্দর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। পরে তিনি বলেন, আমরাও যেকোনো সময় চমক দেখাতে পারি।

এর আগে ভিনা মালিককে ট্যাগ করে সুবরামানিয়া বলেন, মহাকাশে কোনো পাকিস্তানি নেই। আমরা প্রতিনিয়ত ভারতকে নিয়ে বহু অভিযোগ করতে পারি। কিন্তু আমরা মহাকাশ কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করেছি।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ভারত একটি লো আর্থ অরবিট (এলইও) উপগ্রহ গুলি করে ভূপাতিত করেছে। কাজেই উপগ্রহ ধ্বংসকারী অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে মহাকাশ পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

এমজে/