দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত, হাসপাতালে ভর্তি

দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত, হাসপাতালে ভর্তি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। আজ শনিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, এই গুণী কণ্ঠশিল্পীর জন্ম ১৯৪৬ সালে। তার বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন। ছোটবেলা থেকেই খুরশীদ আলমের সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল।

খুরশীদ আলমের গাওয়া অনেক গান রয়েছে জনপ্রিয়তার তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না…’, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে’ ইত্যাদি।

এমজে/