নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে সেরা ডিজিটাল ব্যক্তিত্ব হলেন আরজে তাজ

নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে সেরা ডিজিটাল ব্যক্তিত্ব হলেন আরজে তাজ

নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হয়েছেন।

প্রতিবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভাল অ্যাওয়ার্ড। পৃথিবীর উল্লেখযোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সাথে সংশ্লিষ্ঠ কলাকৌশলিদের মধ্যে থেকে বাছাই করে দেয়া হয় এই বিশেষ অ্যাওয়ার্ড।

প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ । অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে ৩০টি দেশ মনোনিত হয়েছে। এই ফেস্টিভালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস (রেডিও মাসালা লি:) ৯৬.৪ এফএম তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

তাসনিম বর্ষা ইসলাম বলেন, নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। কারণ এই অর্জন বাংলাদেশের, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্ববাসী আবারো বাংলাদেশকে নতুন করে জানবে। তিনি আরো বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।

বিস্তারিত জানতে এই লিংকে দেখুন