ভারতের পাঁচ রাজ্যে জাহিদ হাসান-রাইমার ‘সিতারা’

ভারতের পাঁচ রাজ্যে জাহিদ হাসান-রাইমার ‘সিতারা’

১৯ জুলাই ভারতের ৫টি প্রদেশে মুক্তি পাচ্ছে ‘সিতারা’ ছবিটি। ছবিতে আছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু এবং কলকাতার নায়িকা রাইমা সেন।

৩১ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ-এ মুক্তি পাচ্ছে ‘সিতারা’ ছবিটি। বাংলা, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি দেয়া হয়ে ‘সিতারা।’

বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গে পোশাক পাচার হয়। তিস্তা নদীকে কাজে লাগিয়ে পাচার করা পোশাক শিয়ালদহ পৌঁছায়। এরপর সেখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনী।

‘সিতারা’ ছবিতে ফজলুর রহমান বাবুর স্ত্রী আর জাহিদ হাসানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাইমা। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়। টাইমস অব ইন্ডিয়া

এমজে/