অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সোমবার ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গুণী এ সঙ্গীত শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে বলিউড ও তার ভক্তরা। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই। কিংবদন্তি সঙ্গীতজ্ঞের অবস্থা স্থিতিশীল; তিনি দ্রুত সেরে উঠছেন।

পিটিআই জানায়, শ্বাসকষ্টজনিত কারণে রাত দুইটার দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে রচনা শাহ জানিয়েছেন, তার অবস্থা মোটেই আশঙ্কাজনক নয়। ভাইরাল ইনফেকশনের আক্রান্ত হওয়ায় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত চিকিৎসা করানোয় তিনি অনেকটাই সুস্থ।

৯০ বছর বয়সী লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি গান গেয়েছেন। ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান– ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণে সম্মানিত সঙ্গীতজ্ঞাকে ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়।

এমজে/