প্রাণঘাতী করোনাভাইরাস: বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

প্রাণঘাতী করোনাভাইরাস: বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এমনটাই জানালেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘সবাই সচেতন হচ্ছে। করোনা থেকে বাঁচতে সরকার ইতিমধ্যেই নানা রকমের সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। আজ বিকেল ৫টায় আমাদের এক জরুরি সভা আছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমা হলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, ‘আমরা গতকাল হল মালিকদের সঙ্গে মিটিং করেছি। তারাও এমন পরিস্থিতে হল বন্ধের সিদ্ধান্তে একমত হয়েছে। আজ প্রযোজক সমিতির নেতাদের সঙ্গে মিটিং করব। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন পর্যন্ত সবাই হল বন্ধের সিদ্বান্তে একমত। সব ঠিক থাকলে আগামীকাল থেকে দেশের সব সিনেমা হল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হবে।’

এক সূত্রে জানা যায়, দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন সমিতির নেতারা। আগামী বুধবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে হল বন্ধের এই সময়সীমা দেশের করোনাভাইনাস পরিস্থিতির ওপর নির্ভর করে কমানো বা বাড়ানো হবে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর পালা।